অনুপম মল্লিক আদিত্য :
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত পুরো সিলেট। দেশের এই ক্রান্তিলগ্নে সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত গ্রহণ করেছে সামাজিক সংগঠন 'উই ফর ন্যাশন'।
শুক্রবার ( ৮ জুলাই ) দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩ নং উত্তরভাগ ইউনিয়নে বন্যার্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এই সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ সামাদ আলী ও মুর্শেদ আহমেদ, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়, যুগ্মসাধারণ সম্পাদক দীপজয় ধর, এডুকেশন প্যানেল মেম্বার অনুপম মল্লিক আদিত্য, শেখ জামিল আহমেদ, রোহিত দেব ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি মোঃ ফাহিম বলেন, আজকে উই ফর ন্যাশন এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজনগর উপজেলার ৩নং উত্তর ভাগ ইউনিয়নের শতাধিক পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়। ভবিষ্যতে ব্যাপক পরিসরে কাজ করার লক্ষ্য রয়েছে। আমরা ভবিষ্যতে মানবসেবার আরও বড় কার্যক্রম গ্রহণ করবো ইনশাআল্লাহ।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান বলেন, ধন্যবাদ জানাই আমার সব প্রবাসী বন্ধুদের যাদের কারনে আমরা আজ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় কিছু নিয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে উই ফর ন্যাশন ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ও যেকোনো দূর্যোগমুহুর্তে পাশে থাকা ও তরুণ প্রজন্মকে ভালো কাজে আগ্রহী করার লক্ষ্যে কাজ করছে এই সংগঠনটি।
এমআই